top of page
সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি, 1_edited.jpg

সলিল সমারোহ প্রসঙ্গে কিছু কথা

photo_2024-11-03_02-15-52_edited.jpg
photo_2024-11-02_21-03-04.jpg

ভারতীয় সঙ্গীতের কিংবদন্তী স্রষ্টা ও জীবন শিল্পী সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপিত হবে ২০২৪-২৫ সাল জুড়ে। এই প্রসঙ্গকে সামনে রেখে সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটি ২০২৩ সাল থেকে এক দীর্ঘ কর্মসূচির মধ্য দিয়ে স্রষ্টা সলিলের সৃষ্টির সমস্ত দিককে নিয়ে চর্চার জন্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

সঙ্গীতের নানান দিক ছাড়াও সলিল চৌধুরীর কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, নাটক, চলচ্চিত্র, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সমস্ত ক্ষেত্রকে এই উদযাপনের অঙ্গ করে নিয়েছে সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটি। আলোচনা চক্র, প্রকাশনা, প্রদর্শনী, তথ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাণ, সাংস্কৃতিক উৎসব ও নানা বিষয়ের প্রতিযোগিতার মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হবে।

প্রতিটি কর্মসূচীই প্রাথমিকভাবে জেলা স্তরে সংগঠিত হবে। গত ২৭শে জুলাই, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দ্বারকানাথ ঠাকুর মঞ্চে কলকাতা জেলার কমিটি গঠনের প্রথম সভা হয়। আগামী ১৪ ও ১৫ই ডিসেম্বর, গুরুদাস কলেজে, কলকাতা জেলার প্রাথমিক পর্যায়ের সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অর্কেস্ট্রা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জানুয়ারি মাসে হবে ক্যুইজ প্রতিযোগিতা। এছাড়া বিতর্কসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা, ভিডিও নির্মাণ, সেমিনার ও আরও অন্যান্য কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

bottom of page